বাঁকুড়া: ফোন হারিয়েছিল ক'দিন আগে, এবার ব্যাঙ্ক থেকে উধাও ৪ লাখ টাকা
আজ তক | ২৬ মে ২০২৫
মোবাইল হারিয়ে প্রতারণার শিকার হলেন বাঁকুড়ার সরকারি কর্মচারী। মোবাইল হারানোর কয়েক দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৩ লক্ষ ৮৮ হাজার ৩৬৯ টাকা।
ইন্দাস সাব রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক সুধাংশু দাস। তাঁর ছেলে প্রশান্ত দাস জানান, ১৫ মে বাবার মোবাইল ফোন হারিয়ে যায়। ফোন হারানোর পর পরই সিম বন্ধ করানো হলেও, ১৫ থেকে ১৯ মে-র মধ্যে ‘ফোন পে’-র মাধ্যমে অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা সরানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মাথায় হাত সুধাংশু দাসের।
সুধাংশু দাসের দাবি, এই ক’দিনে তিনি কোনও ব্যাঙ্ক লেনদেন করেননি। হঠাৎ, মাত্র ৩ টাকা অ্যাকাউন্টে জমা পড়ার একটি মেসেজে পেয়ে তাঁর সন্দেহ হয়। এরপরই ব্যাঙ্ক ট্রানজাকশন খতিয়ে দেখে চমকে ওঠেন। দেখেন, পর্যায়ক্রমে মোট ৩,৮৮,৩৬৯ টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে।
ঘটনাটি জানার পরই তিনি বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষ, ইন্দাস থানার পুলিশ এবং সাইবার ক্রাইম বিভাগে জানান। তাঁর আর্জি— পুলিশ যেন দ্রুত তদন্ত করে তাঁর খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দেন।
মোবাইল হারালে অবিলম্বে যা করবেন:
ফলে ফোন হারিয়ে গেলে দ্রুত এই কাজগুলি করতে ভুলবেন না।