• আইইডি বিস্ফোরণে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৫
  • আইইডি বিস্ফোরণের মাধ্যমে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়া হবে। বিল্ডিংয়েই রাখা আছে বিস্ফোরণ। এই হুমকি দিয়ে একটি মেল সোমবার আসে স্বাস্থ্য ভবন কর্তৃপক্ষের কাছে। মেলটি পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর থানার পুলিশ। তবে স্বাস্থ্য ভবনের বিল্ডিং থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

    জানা গিয়েছে, সোমবার ভোররাত ৪টে বেজে ১৫ মিনিটে হুমকি মেলটি আসে। ডেপুটি ডিরেক্টর হেলথকে এই সংক্রান্ত মেলটি পাঠানো হয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর পুলিশ। হুমকি মেলে জানানো হয়েছিল, ৪টি আইইডি বিস্ফোরণে ৩০ মিনিটের মধ্যে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন। বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে বিস্ফোরণ।

    পুলিশের প্রাথমিক অনুমান, হুমকি মেলটি সম্পূর্ণ ভুয়ো। পুলিশকে হেনস্থা করার জন্য ইচ্ছা করে এটি পাঠানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিষয়টিকে হালকাভাবে দেখতে চাইছে না পুলিশ। মেলের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য ভবন চত্বর সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড দিয়ে গোটা বিল্ডিংয়ে তল্লাশি চলেছে। কিন্তু তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

    পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থার আরও কড়া হয়েছে। এই আবহে সাইবার হামলার চেষ্টা করছে পাকিস্তান ও চিন। স্বাস্থ্য ভবনে হুমকি মেলের নেপথ্যে পাক–যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় কোনও দুষ্কৃতী স্বাস্ব্য ভবন ওড়ানোর হুমকি দিয়ে থাকতে পারেন। বিধাননগর পুলিশের সাইবার শাখা এ বিষয়ে তদন্ত শুরু করে অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা করছে।

    প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। তখনও একটি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মেলে বলা হয়েছিল, জাদুঘরে বোমা রাখা হয়েছে। সেই বোমা বিস্ফোরণে উড়ে যাবে জাদুঘর। এর জেরে মৃত্যু হতে পারে বহু মানুষের। এরপরই খালি করে দেওয়া হয়ে জাদুঘর। ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়্যাড হাজির হয়। কিন্তু তখনও জাদুঘর থেকে সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। পাশাপাশি শহরের চারটি স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। এক্ষেত্রেও মেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সব স্কুল থেকেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)