• খাগড়াগড় কাণ্ডে মুর্শিদাবাদের কংগ্রেস নেতা এবং টোটোচালককে তলব
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৫
  • খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা তথা শিক্ষক এবং এক টোটোচালককে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আগামী মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। দুই জঙ্গির মৃত্যু হয়। ওই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ।

    প্রায় ১০ বছর পর খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে নড়েচড়ে বসল এনআইএ। কংগ্রেস নেতা তথা মুর্শিদাবাদের সাগর পাড়া থানা এলাকার একটি স্কুলের প্রাথমিক স্কুলের শিক্ষক আব্দুল জব্বারকে তলব করেছে এনআইএ। তিনি বলেন, ‘যে ঘটনার প্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছে, সে সম্পর্কে কিছুই জানি না। তবে আমি হাজিরা দেব।’ একই ঘটনায় এনআইএর নোটিশ পাওয়া বেলডাঙার বটতলা এলাকার টোটোচালক আজিজ বলেন, ‘কেন আমায় ডাকা হয়েছে, কিছুই জানি না। কলকাতায় যাতায়াতের পয়সাও নেই আমার কাছে। দেখি কী করে যাওয়া যায়।’

    ২০১৪ সালের অক্টোবরে খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জঙ্গির। পুলিশের হাতে গ্রেপ্তার হন একজন। ওই ঘটনায় উঠে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর নাম। সম্প্রতি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী, জেএমবি-র সদস্য সাদিক ওরফে তারিকুল ইসলামের নামে বেশ কিছু তথ্য পায় এনআইএ। তারপরই ফের খাগড়াগড় কাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে গত সপ্তাহে হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়া নামে মুর্শিদাবাদের দুই বাসিন্দাকে তলব করেছিল এনআইএ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)