• ডোমকলে অস্ত্র, কার্তুজ-সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৫
  • ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। ডোমকলের হারুরপাড়া মাঠের কাছে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক থেকে অস্ত্র, কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম – টোটন মণ্ডল এবং সজিবুর শেখ। টোটনের বাড়ি সাগরপাড়া থানার দেবীপুরে। সজিবুর ডোমকলের মোমিনপুর বিশ্বাস পাড়ার বাসিন্দা। কোথা থেকে এত অস্ত্র এসেছে? দুষ্কৃতীরা কেন অস্ত্র মজুত করছে? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

    ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালাচ্ছিল রাজ্য সড়কে। টোটন মণ্ডল ও সজিবুর শেখ সড়কপথে যাচ্ছিলেন। তাঁদের পাকড়াও করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে। পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু হয়। একটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, দুটি তাজা ৭ এমএম কার্তুজ ও একটি অত্যাধুনিক লোহার তৈরি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং একটি ১২ বোরের ব্যারেল উদ্ধার হয়। এরপর ওই দু’জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতদের সোমবার বহরমপুর আদালতে তোলা হয়। শনিবার রাতেও জলঙ্গি থানার পুলিশ আলির বটতলায় অভিযান চালিয়ে একই ভাবে আলি হোসেন নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উদ্ধার হয়েছিল ২টি অত্যাধুনিক পিস্তল, ৪টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি। গত সপ্তাহে বহরমপুরের নওদা রেলগেট এলাকাতেও একইভাবে অভিযান চালিয়ে বিপুল সংখ্যায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছিল।

    পুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে ওইসব অস্ত্র ঢুকেছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে। আরও নজরদারি বাড়ানো হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)