IED বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে কলকাতার স্বাস্থ্যভবন! হুমকি ইমেলে আতঙ্ক
প্রতিদিন | ২৬ মে ২০২৫
বিধান নস্কর, দমদম: সল্টলেকে স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! IED বিস্ফোরণে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল আসে সোমবার। এদিন সকালে ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে এই ইমেল পাঠানো হয়। খবর পাওয়া মাত্রই পৌঁছে যান বিধাননগর পুলিশের আধিকারিকরা। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও এখনও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে আসা ওই হুমকি মেলে বলা হয়, ৪টি IED দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যভবনে থাকা কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। কোথা থেকে ওই মেল এসেছিল তা জানতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অপারেশন সিঁদুরের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমাতঙ্কের মেল ও ফোন এসেছে। যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পারে সবই ভুয়ো। শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই এধরনের মেল বা ফোনগুলি করা হয়েছে। দু’দিন আগেই তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। আর এবার বোমাতঙ্ক ছড়াল কলকাতার স্বাস্থ্যভবনে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতার জাদুঘরে। একটি হুমকি মেলে বলা হয়েছিল, বোমা বিস্ফোরণে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। খবর পাওয়া মাত্রই গোটা জাদুঘর চত্বর খালি করে দেওয়া হয়েছিল। নিউ মার্কেট থানার পুলিশ ও জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তল্লাশি চালান। যদিও সেসময় কিছু পাওয়া যায়নি।