‘মোরা এক বৃন্তে দুটি কুসুম’, নজরুলের সম্প্রীতি-পঙক্তি স্মরণ করে কী বার্তা মমতার?
প্রতিদিন | ২৬ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম ? হিন্দু, মুসলমান’ ? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি এই অমোঘ শব্দগুলির তাৎপর্য যুগে যুগে কালে কালে উপলব্ধি করেছে বাঙালি। বিশেষত আজকের যুগে এই সম্প্রীতি বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ার প্রয়োজনীয়তা অতি জরুরি। আজ, ১১ জ্যৈষ্ঠ বাংলা সাহিত্যের ‘এক বৃন্তে দুটি কুসুম, রবীন্দ্রনাথ-নজরুলের মধ্যে নজরুলের জন্মদিবসে তাঁরই সৃষ্টিতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ কিছু জরুরি ও প্রাসঙ্গিক বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ? “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান”। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি ‘কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট’। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”
পহেলগাঁও হামলার পর থেকে দেশের পরিস্থিতি খুব একটা শান্ত নেই। কাশ্মীরের ছবির মতো সুন্দর উপত্যকায় জঙ্গিদের অতর্কিত আক্রমণ, ধর্ম বেছে বেছে গুলিবৃষ্টিতে একের পর এক ২৬ জনের প্রাণ নেওয়ার মতো ঘটনায় ভারতের শান্তি বিঘ্নিত। জঙ্গিদের কাজের ধরনে সাম্প্রদায়িক অশান্তিও কোথাও কোথাও তৈরি হয়েছে। তবে সন্ত্রাসবাদ, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের একতা বজায় রাখা জরুরি। আর তাই বারবার ফিরে আসে ‘এক বৃন্তে দুটি কুসুম’ মন্ত্র। এমন অন্ধকার সময়ে নজরুল ইসলামের জন্মদিন। এমন দিনে তাঁরই লেখায় উঠে আসা সম্প্রীতির বাণী ছাড়া আর কীভাবেই বা স্মরণ করা যেতে পারে? আর সেটাই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।