• ফলহারিণী অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠে, রাজেশ্বরীর বেশে সেজে উঠেছেন মা তারা
    এই সময় | ২৬ মে ২০২৫
  • আজ, সোমবার ফলহারিণী অমাবস্যা। এ দিন বীরভূমের তারাপীঠে মা তারার বিশেষ পুজো হয়ে থাকে। সকাল থেকেই চলছে মায়ের আরাধনা। রাতে মা তারাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজ-রাজেশ্বরীর বেশে সাজানো হবে। পাশাপাশি রাত বাড়তেই শুরু হবে বিশেষ পুজো ও যজ্ঞ। প্রত্যেক বছরের মতো এ বারেও পুণ্যার্থীদের ঢল নেমেছে মা তারার মন্দিরে। আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর ও শ্মশান এলাকা।

    হিন্দু পঞ্জিকা অনুযায়ী, অমাবস্যা তিথি শুরু হয়েছে আজ দুপুর ১২টা ১৩ মিনিটে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৮টা ৩২ মিনিটে। এই সময়ের মধ্যেই চলবে মা তারার বিশেষ পুজো। মূলত জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী কালীপুজো। কথিত আছে এই তিথিতে মা তারাকে পাঁচ রকমের ফল দিয়ে ভোগ নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। সেই কারণেই ভক্তরা পাঁচ রকম ফল দিয়ে মা তারার পুজো করেন। তবে যে ফল দেবীকে নিবেদন করা হয়, সেই ফল আর খাওয়া যায় না।

    মন্দির কমিটি সূত্রের খবর, ফলহারিণী অমাবস্যায় মা তারাকে সাজানো হয় নানা রকম ফল দিয়ে। দেবীর মুকুট থেকে গলার মালা, সবই তৈরি হয় ফল দিয়ে। এই তিথিতে দেবীকে দু’বার ভোগ নিবেদন করা হয়। দুপুরের অন্নভোগে মা তারাকে বিভিন্ন রকমের ফল, সব্জি, মিষ্টি, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, মাছের মাথা, শোল মাছ পোড়া দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। পাশাপাশি রাতের বিশেষ ভোগে থাকবে খিচুড়ি, তরকারি, পাঁঠার মাংস ও ফল।

    তারাপীঠ মন্দিরের পুরোহিত গোলক মহারাজ বলেন, প্রত্যেক অমাবস্যার মতো আজ রাতেও তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মন্দিরের পাশাপাশি মহাযজ্ঞ চলবে তারাপীঠ শ্মশানেও।

  • Link to this news (এই সময়)