• চলন্ত নৌকায় হঠাৎ আগুন, মাঝির মৃত্যু
    এই সময় | ২৭ মে ২০২৫
  • চলন্ত নৌকায় হঠাৎ অগ্নিকাণ্ড, মৃত্যু মাঝির। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার অন্তর্গত হরিবল্লভপুর এলাকায়। মৃত মাঝির নাম শেখ সাহিদ। 

    স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার নৌকাতে বালি বোঝাই করে নামখানার উদ্দেশে যাচ্ছিলেন সাহিদ। সেই সময়েই চলন্ত নৌকায় ডিজেল ভরতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে গোটা নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন নৌকার মাঝি শেখ সাহিদ। ঘটনায় নৌকার মধ্যে থাকা বাকিরা দ্রুত সাহিদকে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্র নিয়ে যান।

    পরে অবস্থার অবনতি হলে তাঁকে তমলুক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে মৃত্যু হয় নৌকার মাঝির। চিকিৎসকদের দাবি, ওই নৌকার মাঝির শরীরের ৬৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। ঘটনায় ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মাঝির ছেলে শেখ সোলেমান বলেন, ‘বাবা দীর্ঘদিন নৌকা চালাচ্ছেন। বহু অভিজ্ঞতা তাঁর। এ ধরনের কোনও ঘটনা ঘটবে, তা ভাবতেই পারছি না।’

  • Link to this news (এই সময়)