• মমতা-ব্রাত্যর সাক্ষাত্‍ চান SSC-র চাকরিহারারা, আজ বৈঠকে কী হল?
    আজ তক | ২৭ মে ২০২৫
  • এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অবশেষে সোমবার বৈঠকে বসেছিল রাজ্য সরকার। বিকাশ ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার এবং আন্দোলনরত চাকরিহারাদের ৬ সদস্যের প্রতিনিধিদল। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যাঁর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন আন্দোলনকারীরা।

    বৈঠক শেষে আন্দোলনকারী প্রতিনিধিরা স্পষ্ট জানান, তাঁরা অত্যন্ত হতাশ। এক প্রতিনিধি বলেন, “আমরা যেসব প্রশ্ন নিয়ে বৈঠকে গিয়েছিলাম, তার অধিকাংশেরই সদুত্তর মেলেনি। শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে হয়তো উত্তর পাওয়া যেত। আমাদের দাবি স্পষ্ট— আমরা নতুন করে পরীক্ষা দেব না। আমরা আমাদের ন্যায্য চাকরি চাই।”

    চাকরি হারানোদের দাবির মধ্যে অন্যতম হলো ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা এবং যাঁদের নিয়োগে অনিয়ম হয়েছে, তাঁদের বরখাস্ত করা। এই দাবিগুলির ন্যায্যতা প্রমাণে আন্দোলনকারীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সকালেই একটি প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।

    চাকরিহারাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কোর্ট তাঁদের প্রতি সহানুভূতিশীল নয়, তাই আন্দোলনের অভিমুখ এবার রাজ্য থেকে বেরিয়ে দেশজুড়ে হবে। তাঁরা জানিয়েছেন, এটি শুধুই পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটি এখন এক সার্বভৌম লড়াই— ন্যায়বিচার এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য।

     
  • Link to this news (আজ তক)