কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের দু’টি নাম নিয়ে জোর চর্চা
দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
আগামী ১৯ জুন যেসব কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই তালিকায় নদিয়ার কালীগঞ্জ কেন্দ্র রয়েছে। বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণের কারণেই নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। তৃণমূলের লক্ষ্য, উপনির্বাচন হলেও যত বেশি সম্ভব ভোট নিজেদের বাক্সে আনা। আসলে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বড়সড় ধাক্কা দেওয়ার কৌশল তৃণমূলের। সেইসঙ্গে লক্ষ্য, নেতা-কর্মীদের মনোবল আরও চাঙ্গা করা। সাধারণত উপনির্বাচনে মানুষের ভোট প্রদানের হার স্বাভাবিকের তুলনায় কম থাকে। কিন্তু কালীগঞ্জের মানুষ যাতে ভোটের দিনে বুথমুখো হন, তাই নিয়ে ব্যাপক প্রচার চালাবে তৃণমূল।
২০২১ সালের বিধানসভা ভোটে ৫৩.৩৫ শতাংশ ভোট পেয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। বিজেপির প্রার্থী পেয়েছিলেন ৩০.৯১ শতাংশ ভোট। ফলে ব্যবধানটা ছিল অনেকটাই। এখানেই তৃণমূলের ব্যাখ্যা, শত চেষ্টা করেও এই কেন্দ্রের উপনির্বাচনে জিততে পারবে না বিজেপি। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সবদিক বিচার-বিশ্লেষণ করছেন তৃণমূল নেতৃত্ব। প্রাথমিকভাবে তৃণমূলের সম্ভাব্য দুই প্রার্থীর নাম সামনে এসেছে। মূলত চর্চায় রয়েছেন আলিফা আহমেদ ও তারান্নুম সুলতানা মীর। এঁদের মধ্যে কেউ প্রার্থী হন কি না, সেটা সময়ই বলবে।
এই লড়াইয়ে পিছনে রয়েছে সুক্ষ্ম রাজনীতির অঙ্ক। সেই অঙ্ক কষেই ভোটযুদ্ধের ময়দানে নামছে তৃণমূল। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা আসন তৃণমূলের হাতেই ছিল। উপনির্বাচনেও ফের সেই আসন তৃণমূলের হাতেই থাকবে বলে প্রত্যয়ী সুর রাজ্যের শাসকদলের নেতাদের কণ্ঠে।
প্রসঙ্গত, ২৬ মে কালীগঞ্জ সহ দেশের পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। ৩ জুন মনোনয়ন পত্রের স্কুটিনি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ জুন। ১৯ জন ভোটগ্রহণ এবং ২৩ জুন ভোটগণনা হবে। ২৫ জুনের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।
বাংলার কালীগঞ্জ কেন্দ্রের পাশাপাশি চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ জুন। কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে ওই দিন। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কালীগঞ্জের প্রাক্তব বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন ‘লাল’ নামে। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন কালীগঞ্জ। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হত নির্বাচন কমিশনকে। অবশেষ রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়।