• ৫২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার মুর্শিদাবাদে
    প্রতিদিন | ২৭ মে ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচার হয়ে আসছিল। সেই পাচারের কথা গোপন সূত্রে পুলিশের কাছে যায়। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ তিনটি সোনার বিস্কুট উদ্ধার করেছে। গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম মিলন শেখ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল। সাগরপাড়া থানার পুলিশ সেই খবর পেয়ে অভিযান চালায়। নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায় ওই যুবককে পাকড়াও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথায় নানা অসঙ্গতি ধরা পড়ে। এরপর তল্লাশি চালাতেই তার থেকে বেরিয়ে পড়ে তিনটি সোনার বিস্কুট। সেগুলির কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। এরপর ওই যুবককে বমাল গ্রেপ্তার করা হয়।

    জানা গিয়েছে, ওই তিনটি সোনার বিস্কুটের মোট ওজন ৫২৩ গ্রাম। যার আনুমানিক বাজারদর প্রায় ৫২ লক্ষ টাকা। প্রাথমিকভাবে জেরায় পুলিশ জানতে পেরেছে মিলন শেখের বাড়ি মুর্শিদাবাদের চরকাকমারি এলাকায়। তার হাত দিয়ে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল। টাকার বিনিময়ে সে এই কাজ করে থাকে। সেগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এই রাজ্যে ঢুকেছিল বলে খবর। আজ সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন পুলিশের তরফে জানানো হয়। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই সোনা কার কাছে পাচার হচ্ছিল? চক্রে আর কারা জড়িত আছে? সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। সীমান্ত এলাকায় এখন অনেক বেশি কড়া নজরদারি চলছে। আরও নজরদারি বাড়বে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)