স্ত্রীর মৃত্যুর ৭ দিনের মাথায় ‘আত্মঘাতী’ স্বামী, নেপথ্যে ঋণের বোঝা?
প্রতিদিন | ২৭ মে ২০২৫
মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: স্ত্রীর মৃত্যুর ৭ দিনের মাথায় ‘আত্মঘাতী’ স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার রাজাপুর থানার খলিশানী রথতলা এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মৃতের নাম সুব্রত দাস। হাওড়ার রাজাপুর থানার খলিশানী রথতলা এলাকার বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুব্রতর একটা ছোটখাটো সোনার দোকান ছিল। সেই সঙ্গে তিনি সুদেরও কারবার করতেন। অভিযোগ, সেই ব্যবসায় মন্দা চলছিল কিছুদিন ধরেই। ফলে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন সুব্রত। পরিণতি হিসেবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তা নিয়ে পরিবারে অশান্তি হত প্রায়ই।
অভিযোগ, সেই অশান্তির জেরেই সুব্রতবাবুর স্ত্রী সপ্তাহখানেক আগে আত্মহত্যা করেন। স্ত্রীর মৃত্যুর পর সুব্রত আরও ভেঙে পড়েছিলেন। চরম হতাশায় ভুগতে শুরু করেছিলেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার উদ্ধার হয় সুব্রতর ঝুলন্ত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন সুব্রত। তবে নেপথ্য অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।