অভাবের সংসারে মাংস খাওয়া নিয়ে অশান্তি! স্বামীর হাতে ‘খুন’ বধূ
প্রতিদিন | ২৭ মে ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: অভাবের সংসারে মাংস খাওয়া নিয়ে অশান্তির জের! স্বামীর হাতে ‘খুন’ বধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর এলাকার বাসিন্দা সুনীল বিশ্বাস। স্ত্রী উন্নতি ও সন্তানদের নিয়ে থাকতেন তিনি। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোনো পরিস্থিতি। জানা গিয়েছে, রবিবার রাতে সুনীলের স্ত্রী মাংস রান্না করেছিলেন। স্বাভাবিকভাবেই পরিবারের সবাই খোশমেজাজে ছিলেন। এদিকে অসুস্থ থাকায় সুনীলকে মাংস দিতে চাননি স্ত্রী। তাতেই অশান্তির সূত্রপাত।
অভিযোগ, দম্পতির বাক-বিতণ্ডা এক পর্যায়ে চরমে ওঠে। অভিযোগ তখনই শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন সুনীল। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্ত্রী। স্থানীয়রা উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নতিকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের কথায়, অভিযুক্ত বুঝতে পারেননি এই ঘটনা ঘটবে। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত। রাতেই সুনীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্রেফ মাংস নিয়ে বিবাদেই এই ঘটনা, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।