• দুই দিনাজপুরের আকাশে চক্কর কাটছে রহস্যময় আলোর বিন্দু, আবারও ড্রোন আতঙ্ক
    এই সময় | ২৭ মে ২০২৫
  • আবারও রাতের আকাশে রহস্যময় আলো। একই সঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় সোমবার রাতে এই চলমান আলোর সারি দেখা গিয়েছে। একটি, দু’টি নয়, একাধিক আলো এদিক থেকে ওদিকে ঘুরছে। আকাশে রীতিমতো চক্কর কাটছে। কোথা থেকে এই আলো এলো, তা নিয়ে কৌতূহল বাড়ছে।

    সোমবার রাতে রায়গঞ্জ শহরের আকাশে আচমকা রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। এর আগে ভারত-বাংলাদেশ সীমান্তের হাসনাবাদে এই আলো দেখা গিয়েছে। অনেকের মতে, এই আলো আসলে ড্রোন। তেমনটাই যদি হয়, তা হলে তা কারা ওড়াচ্ছে, সে প্রশ্নের জবাব এখনও অধরা।

  • Link to this news (এই সময়)