• টোটো চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো দেখে বাড়ির লোকেরাই ধরিয়ে দিল ছেলেদের
    এই সময় | ২৭ মে ২০২৫
  • ব্যাটারি চুরি করে টোটো ফেলে দিয়েছিল পুকুরে। সিসিটিভি ফুটেজে ছেলেদের কীর্তি দেখে বাড়ির লোকজনই ধরিয়ে দিলেন। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বেগমপুরের ঘটনা। রবিবার পুকুরে মাছকে খাবার খাওয়াতে গিয়ে এক ব্যক্তি জলে টোটো ভাসতে দেখেন। ঘটনাচক্রে জানা যায় সেই টোটো জগবন্ধু মাইতির। যা তাঁরই বন্ধু রঘুনাথ সাউয়ের কাছে থাকে। শনিবার রাতে রঘুনাথের বাড়ি থেকে সেই টোটো চুরি হয়ে যায়।

    রঘুনাথের বাড়ির উল্টো দিকের দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, রাত আড়াইটে নাগাদ তিন যুবক অন্ধকারে টোটো ঠেলে নিয়ে যাচ্ছে। টোটো চুরির সেই সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমেও ভাইরাল হয়। সেই ভিডিয়ো দেখেই বাড়ির ছেলেদের কীর্তি বুঝতে পারেন অভিভাবকরা।

    সোমবার সকালে তিন পরিবার একজোট হয়ে ছেলেদের নিয়ে রঘুনাথ সাউয়ের বাড়িতে হাজির হয়। ক্ষমা চাওয়ানোর জন্য নিয়ে যান অভিভাবকরা। তাঁরা বলেন, ‘আমাদের ছেলেরাই এই ঘটনা ঘটিয়েছে’। তবে খবর পেয়েই রঘুনাথের বাড়ির সামনে হাজির হন এলাকার লোকজন। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে পৌঁছয় কেশিয়াড়ি থানার পুলিশও।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সব কথা স্বীকার করে তিন জন। এর পর একে একে তিনটি ব্যাটারি উদ্ধার করা হয়। আরেকটি ব্যাটারি তারা বিক্রি করে দিয়েছে বলে জানায়। পরে কেশিয়াড়ি থানার পুলিশ ওই ব্যাটারিও উদ্ধার করে। সেই সঙ্গে তিন যুবককে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। মোট পাঁচ জনের মধ্যে তিন জন নাবালক। মঙ্গলবার পাঁচ জনকেই মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। তিন নাবালককে তোলা হবে জেলা আদালতের জুভেনাইল কোর্টে।

  • Link to this news (এই সময়)