অল্প বৃষ্টিতেই জলমগ্ন বর্ধমানের গুরুত্বপূর্ণ রাস্তা, ক্ষুব্ধ বাসিন্দারা
বর্তমান | ২৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অল্প বৃষ্টিতেই বর্ধমান শহরের রাস্তাঘাট ডোবার চেহারা নিয়েছে। গোলাপবাগ থেকে স্টেশন রোড-সর্বত্র একই ছবি। বিসি রোডের খানাখন্দও জলে ভরে গিয়েছে। রবিবার অল্প বৃষ্টিতেই শহরের রাস্তার এমন হাল দেখে অনেকেই অবাক হয়েছেন। শহরের বাসিন্দারা জানান, সামনেই বর্ষার মরশুম। টানা বৃষ্টি হলে শহরের রাস্তার ছবি কীরকম হতে পারে-তা এখনই বোঝা যাচ্ছে। পুরসভা জানিয়েছে, আম্রুত প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত সমস্ত রাস্তা সংস্কার সম্ভব নয়। রাস্তা কেটে পাইপলাইন নিয়ে যেতে হচ্ছে। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, অনেক রাস্তা আমরা সংস্কার করেছি। পেভার ব্লক বসানো হয়েছে। যেসব রাস্তা সংস্কার হয়নি, সেগুলির কাজও করা হবে।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের রাস্তা বেহাল দশায় রয়েছে। সেখানকার খানাখন্দে জল জমে আছে। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এদিন মেডিক্যালে এসেছিলেন গোলাম শেখ। তিনি বলেন, ভয়ে ভয়ে রাস্তায় বের হতে হচ্ছে। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। কোথায় কতটা গর্ত রয়েছে, তা বোঝা যাচ্ছে না। একটু এদিক-ওদিক হলেই দুর্ঘটনা ঘটছে। শহরের এক বাসিন্দা বলেন, গতবছরও বর্ষায় নাকাল হতে হয়েছিল। বর্ষা কেটে যাওয়ার পর কয়েকটি রাস্তা সংস্কার করা হয়। কিন্তু বেশিরভাগ রাস্তা ফের বেহাল হয়ে রয়েছে। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, রাস্তা সংস্কারের দাবিতে আমরা বহুবার আন্দোলন করেছি। পুর কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের সমস্যা গুরুত্ব দিয়ে দেখছে না। এনিয়ে বড় আন্দালনে নামা ছাড়া আর উপায় নেই। শহরের বাসিন্দারা জানান, চার-পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার জরুরি। বিশেষত বর্ধমান মেডিক্যালের সামনের রাস্তা আশু সংস্কার প্রয়োজন। ওই রাস্তাটি বেহাল থাকায় রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে সমস্যা হচ্ছে। বিসি রোডে বিদ্যুতের খুঁটি সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তা মসৃণ করা হয়নি। চলার পথে অনেকেই হোঁচট খাচ্ছেন। এছাড়া, বাঁকা খাল এবারও বর্ষার আগে সংস্কার করা হয়নি। ভারী বৃষ্টি হলে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হবে। তখন পথে বেরনোই মুশকিল হয়ে পড়বে। চেয়ারম্যান বলেন, নিকাশিনালা সংস্কারের কাজ চলছে। আগের মতো সমস্যা হবে না বলেই আমরা আশাবাদী।