নির্বাচন কমিশনের উপনির্বাচনের দিন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থীর নাম চূড়ান্ত করল জোড়াফুল শিবির। তৃণমূল কংগ্রেসের হয়ে উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন আলিফা আহমেদ। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যাকেই এই আসনে প্রার্থী করেছে তৃণমূল। নদিয়া জেলায় কালীগঞ্জ বিধানসভা আসনে ১৯ জুন হতে চলেছে উপনির্বাচন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর তিন মাস পরেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
প্রার্থী হিসেবে যে মৃত বিধায়কের মেয়েকে বেছে নেওয়া হতে পারে, এমন জল্পনা গত কয়েকদিন ধরেই ছিল সংশ্লিষ্ট মহলে। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় জনসংযোগমূলক কর্মসূচিতে দেখা গিয়েছে আলিফা আহমেদকে।
বিস্তারিত আসছে...