ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে সপরিবারে হাইকোর্টের দ্বারস্থ মানিক
দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
ইডির দায়ের করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য। শুধু মানিক ভট্টাচার্য নন, স্ত্রী এবং ছেলেও একই আর্জি জানিয়েছেন। প্রথমে সপরিবারে নিম্ন আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করেন মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক।
তাঁদের বক্তব্য, ইডির দায়ের করা মামলা ভিত্তিহীন। তাই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে টানা ২৩ মাস জেল খাটার পর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান মানিক ভট্টাচার্য। তবে জামিনের জন্য কয়েকটি শর্ত মানতে হচ্ছে তাঁকে। আদালত জানিয়েছে, মানিকের পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। প্রমাণ লোপাটের কোনও চেষ্টা করা যাবে না। দুর্নীতিমুলক কোনও কাজ করা যাবে না এবং সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত শেষ হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন পলাশিপাড়ার বিধায়ক। অবশেষে ২৩ মাস পরে জামিন পান তিনি। নিয়োগ মামলায় মানিকের স্ত্রী এবং ছেলেকেও হেফাজতে নিয়েছিল ইডি। হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সৌভিক।