• কালীগঞ্জে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
  • কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দলের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, কালীগঞ্জে তৃণমূল প্রার্থী হচ্ছেন এই কেন্দ্রেরই প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। ৩৮ বছরের আলিফা দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদ সদস্য রয়েছেন তিনি।

    চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কালীগঞ্জের প্রাক্তব বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন ‘লাল’ নামে। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন কালীগঞ্জ। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হত নির্বাচন কমিশনকে। অবশেষ রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়।

    ২০২১ সালের বিধানসভা ভোটে ৫৩.৩৫ শতাংশ ভোট পেয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। বিজেপির প্রার্থী পেয়েছিলেন ৩০.৯১ শতাংশ ভোট। ফলে ব্যবধানটা ছিল অনেকটাই। প্রায় ৪৭ হাজার ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন। সেই ব্যবধান আরও বাড়াতে চান তাঁর মেয়ে আলিফা। এর ফলে একদিকে যেমন দলের শক্তি প্রমাণিত হবে, ঠিক তেমনই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত হবেন দলের নেতা-কর্মীরা।

    ২৬ মে কালীগঞ্জ সহ দেশের পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন। ৩ জুন মনোনয়ন পত্রের স্কুটিনি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ জুন। ১৯ জন ভোটগ্রহণ এবং ২৩ জুন ভোটগণনা হবে। ২৫ জুনের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।

    বাংলার কালীগঞ্জ কেন্দ্রের পাশাপাশি চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ জুন। কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে ওই দিন। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)