• নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে গান গাইলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
  • নজরুল জয়ন্তী উপলক্ষে সোমবার রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজরুল গীতি গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যসংস্কৃতি দপ্তরের এই অনুষ্ঠানে আসার কথা ছিল না মমতার। আচমকা তিনি সেখানে উপস্থিত হন। এরপর মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের অনুরোধে ‘নয়ন ভরা জল গো তোমার/ আঁচল ভরা ফুল’ গাইলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেছেন ইন্দ্রনীলও।

    এ দিন রবীন্দ্র সদনে হাজির হয়ে ইন্দ্রনীলকে ‘নয়ন ভরা জল’ গানটি গাইতে বলেন মমতা। গানটির প্রথম লাইনটি গাওয়ার পরই সুর ভুল আছে বলে ইন্দ্রনীলকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর নিজেই প্রথম থেকে গানটি শুরু করেন তিনি। তবে মমতা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন, তাঁর গানে যেন ভুল ধরা না হয়। কারণ তাঁর চর্চা নেই।

    এ দিন নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে ফেরার সময়ে রবীন্দ্র সদনে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে ইন্দ্রনীল সেন ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য এবং নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

    ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম – হিন্দু, মুসলমান’ – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি এই অমোঘ শব্দগুলির তাৎপর্য যুগে যুগে কালে কালে উপলব্ধি করেছে বাঙালি। বিশেষত আজকের যুগে এই সম্প্রীতি বার্তার গুরুত্ব যেন অপরিসীম। সোমবার নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তাঁর সৃষ্টি স্মরণ করেই এক্স হ্যান্ডলে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এক্স হ্যান্ডলে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ কিছু জরুরি ও প্রাসঙ্গিক বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।’ এরপরই নজরুল ইসলামের স্মৃতিতে রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁর প্রতি শ্রদ্ধায় করেছি নজরুল তীর্থ এবং পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ।’

    এরপর মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!’ প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলার পর থেকেই দেশ উত্তাল। ধর্ম পরিচয় জেনে হত্যা করা হয়েছিল পর্যটকদের। ঠিক তারপরই ভারতের প্রত্যাঘাতী হামলা ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রেস ব্রিফিং দিতে দেখা যায় কর্নেল সোফিয়া কুরেশিকে। আকার ইঙ্গিতে, রবীন্দ্র-নজরুলের ভারত বুঝিয়ে দিয়েছে যে এই দেশকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করা সম্ভব নয়। সামগ্রিক এই পরিস্থিতিতেই নজরুল ইসলামের সৃষ্টিগুলি প্রাসঙ্গিকতা অর্জন করে। তাই মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘কবি আমাদের সঙ্কটে কান্ডারি!’ সেই সঙ্গে নজরুলের সম্প্রীতি-পঙক্তি ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম’ও স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)