• ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে পোস্ট করায় ধর্ষণের হুমকি, ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
  • গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ভিন রাজ্য থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। অপারেশন সিঁদুরের সমর্থনে ফেসবুকে পোস্ট করেছিলেন ওই গৃহবধূ। সেই কারণেই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধৃতকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের সাফল্যের পর ফলতার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কমেন্টে একটি অ্যাকাউন্ট থেকে অশ্লীল মন্তব্য করা হয়। পাশাপাশি ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এরপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

    অভিযোগকারী জানিয়েছেন, গত ৯ মে তিনি সমাজমাধ্যমের পাতায় লিখেছিলেন, ,”ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর৷ ভাগ্য করে একটি দেশ পেয়েছি৷ যে দেশ কখনও হারতে শেখেনি৷ আমি গর্বিত আমি ভারতীয়।” সেই পোস্টে ”রাজ এফ লাভার” নামের একটি অ্যাকাউন্ট থেকে মহিলাকে হুমকি দিয়ে কমেন্ট করা হয়। সেই ঘটনার পর আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।

    মহিলার অভিযোগের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে”র নেতৃত্বে সাইবার ক্রাইম শাখার পুলিশ অফিসারদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তে নেমে জানা যায়, যে অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি ফেক অ্যাকাউন্ট। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টের মালিকের খোঁজ পায় পুলিশ। শেষ পর্যন্ত ওড়িশার কটক থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে করা হয়। ধৃত ফলতা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    মিতুন কুমার দে জানিয়েছেন, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাঁকে ওড়িশার কটকের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ ট্রানজিড রিমান্ডে তাঁকে নিয়ে এসে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)