• আজ দিল্লিতে জরুরি বৈঠকে তৃণমূল সাংসদরা
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৫
  • আজ সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকে দলের সব সাংসদকে উপস্থিত থাকতে বলেছে দলের শীর্ষ নেতৃত্ব। যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় যে বিশেষ অধিবেশনের দাবি উঠেছিল তাকে সামনে রেখেই এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে দলীয় সমন্বয় ও কৌশল নির্ধারণ করা হবে।

    মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদদেরও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু কী তা এখনও পর্যন্ত জানা যায়নি।

    অপারেশন সিঁদুরের পর লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে এই বিশেষ অধিবেশন হতে পারে। তার আগে মঙ্গলবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে রয়েছেন। বিভিন্ন দেশে ঘুরে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হচ্ছেন। জানা গিয়েছে, বিশেষ অধিবেশনে তাঁকে বক্তা তালিকায় প্রাধান্য দেওয়ার দাবি তোলা হতে পারে। এই নিয়ে বৈঠকে আলোচনা করতে পারেন সাংসদরা।

    বিশেষ অধিবেশনে শাসকদল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। তৃণমূল সহ সব রাজনৈতিক দলের সাংসদদের সংশ্লিষ্ট দলের তরফে বিশেষ অধিবেশনে সংহত অবস্থান নিয়ে উপস্থিত থাকার বার্তা দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি ও ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের প্রতি নিজেদের বক্তব্য সুস্পষ্টভাবে তুলে ধরতে সাংসদদের উপস্থিত থাকা জরুরি। তাই অধিবেশনের আগে সব সাংসদদের নিয়ে বৈঠক করে বিস্তারিত আলোচনা করে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস।

    আগামী বছরের মাঝামাঝি সময়ে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অনেক দিন আগে থেকেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এই নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদরা। নির্বাচনের আগে এই নিয়ে ফের সুর চড়াতে পারে পশ্চিমবঙ্গের শাসকদল। মঙ্গলবারের বৈঠকে এ বিষয়েও আলোচনা হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)