• ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে ঠেলে ভারতে ঢুকিয়ে দিল বাংলাদেশিরাই! তুমুল উত্তেজনা মেখলিগঞ্জে
    প্রতিদিন | ২৭ মে ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: মানসিক ভারসাম্যহীন যুবককে ভারতের ভূখণ্ডে ঠেলে ঢুকিয়ে দিল বাংলাদেশিরাই! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহারের মেখলিগঞ্জে। বিএসএফের জালে সেই বাংলাদেশি যুবক। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল গোটা ঘটনার ভিডিও। কিন্তু কেন এই কাণ্ড? নেপথ্যে লুকিয়ে থাকা কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকেই ওপার থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এদিকে কেন্দ্রের তরফে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। তারপরও বহু মানুষ নিয়মিত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। ধরা পড়ছেন বিএসএফের হাতে। সেই ঘটনার পুনরাবৃত্তি কোচবিহারেও। জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা-ফুলকাডাবরি সীমান্ত এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি একজনকে ভারতের ভূখণ্ডে ঢুকিয়ে দেন। বিষয়টা নজরে পড়তেই বিএসএফ জওয়ানরা নড়েচড়ে বসেন। ওই যুবককে পাকরাও করেন। সেই সময় জওয়ানদের দিকে তেড়ে যান বাংলাদেশিরা। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়।

    জানা গিয়েছে, সন্ধ্যায় বিষয়টি নিয়ে সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়। যদিও এনিয়ে স্থানীয় বিএসএফের কর্তারা কোনও মন্তব্য করেননি। এবিষয়ে উত্তরবঙ্গের এক আধিকারিক বলেন, “ওই এলাকাতেও সর্বদা বিএসএফের কড়া নজরদারি রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)