• জমি বিবাদে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, দু’পক্ষের মধ্যে বোমাবাজি-গুলি, আহত তৃণমূল কর্মী
    প্রতিদিন | ২৭ মে ২০২৫
  • কল্যাণ চন্দ, বহরমপুর: ফের উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া। জমি দখলকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে হরিহরপাড়া থানার নাজিদপুর পূর্বপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হল নাজিমুদ্দিনম শেষ ওরফে কালু নামে এক তৃণমূল কর্মী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাতেই পুলিশ পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে।

    জানা গিয়েছে, জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সোমবার রাতে একগোষ্ঠীর লোকজন বোমা নিয়ে অপর গোষ্ঠীর সদস্য কালুর বাড়িতে হামলা চালায়। বোমাবাজি করার পাশাপাশি গুলি চালানো হয়। কালুর পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রেফার করা হয়। রাতেই সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    আহতের আত্মীয়রা জানিয়েছেন, এলাকার একটি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই সোমবার গভীর রাতে তাঁদের বাড়িতে হামলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষই শাসক দলের কর্মী। এদিকে আহত কালুর পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিহরপাড়া থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কালু সেখ, রিপণ শেখ, মনোহর শাহ ও নজরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)