• চাকরিহারাদের পাশে ‘দিদি’, সুপ্রিম নির্দেশ মেনেই বিকেলে ‘গুরুত্বপূর্ণ’ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৭ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চাকরিহারাদের আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চাইছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকুক। সেই আবেদনও উঠেছে। সেই আবহে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন। আজ, মঙ্গলবার বিকাল পাঁচটায় নবান্নে এই  গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর ফেসবুক পেজ থেকে এই বার্তা দিয়েছেন।

    সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে চাইছেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়াক, সেই আবেদনও করা হয়েছে। গতকাল, সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে ২ ঘণ্টা বৈঠকও করেছিলেন চাকরিহারাদের প্রতিনিধি দল। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চাইছেন আন্দোলনকারীরা।

    সেই আবহে আজ, মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের ফেসবুক পেজ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।” চাকরিহারাদের পাশে থাকার বরাবর বার্তা দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের পাশে আছেন বলে আগেই জানিয়েছেন। আইন মেনেই সব কিছু করা হবে। সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • Link to this news (প্রতিদিন)