বই প্রকাশ ও খবর সম্পাদনায় জেভিয়ার্সের ‘প্রায়োগিক বাংলা’, সহায়তায় সংবাদ প্রতিদিন
প্রতিদিন | ২৭ মে ২০২৫
স্টাফ রিপোর্টার: বই প্রকাশ ও কপি এডিটিং বা খবর সম্পাদনার উপর ‘প্রায়োগিক বাংলা’ নামে একটি কোর্স চালু করল সেন্ট জেভিয়ার্স কলেজ। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন হল কলেজের কবরডাঙা ক্যাম্পাসে।
সেন্ট জেভিয়ার্স বাংলা বিভাগের উদ্যোগে এবং সংবাদ প্রতিদিন ও তৃতীয় পরিসর-এর সহায়তায় এই কোর্সটি করানো হবে মাত্র ৬০০ টাকায়। এক মাসের কোর্স এটি। অনলাইনেই এই কোর্স করানো হবে। তবে দুটি ক্লাস হবে অফলাইনে অর্থাৎ হাতেকলমে। বই প্রকাশের জন্য কোন ধরনের কাগজ লাগে, বিভিন্ন কাগজের রকমভেদ তা শিয়ালদহ বৈঠকখানায় নিয়ে গিয়ে দেখানো হবে। ছাপানো অর্থাৎ প্রিন্টিং বিষয়টি সংবাদ প্রতিদিন অফিসে গিয়ে শিক্ষার্থীরা প্রত্যক্ষ করবেন। কোর্সটি করতে বয়সসীমা নেই।
এদিন এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স কলেজ, কবরডাঙা ক্যাম্পাসের ভাইস-প্রিন্সিপ্যাল জনসন পাডিয়ারা বলেন, ‘‘বাংলা ভাষাকে জনপ্রিয় করা এবং এই কোর্সের মাধ্যমে পরবর্তীতে ছাত্রছাত্রীরা যাতে রোজগার করার সুবিধা পান তার জন্য এই কোর্স করানো হচ্ছে। খুব অল্প পয়সায় কোর্সটি করতে পারবেন সকলেই।’’ এই ধরনের আরও বেশ কয়েকটি কোর্স চালু করার ভাবনা কলেজের রয়েছে বলে তিনি জানান। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের অধিকর্তা স্বাতী গুহ বলেন, বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাবে না! শুধু যে বাংলা সাহিত্য নিয়ে যাঁরা পড়াশোনা করেন, তাঁরাই ভাষাচর্চায় যুক্ত হন, এমনটা নয়। অনেকেই ভাষা নিয়ে গবেষণা করছেন, বাংলা ভাষাকে জনপ্রিয় করার কাজ করে চলেছেন।
প্রায়োগিক বাংলার এই যে কোর্সটি, তা বাংলাকে জনপ্রিয় করার একটা মাধ্যম। সংবাদ প্রতিদিন পত্রিকার তরফে ভাস্কর লেট বলেন, ‘‘এই কোর্সটির উদ্দেশ্যের ব্যাপারে সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস ও কনসালটিং এডিটর কুণাল ঘোষের সঙ্গে আলোচনা করার পর ওঁরা উৎসাহিত করেন। ওঁরা বলেন, সবটাই যখন বাংলা নিয়ে কাজ হচ্ছে, বাংলায় হচ্ছে, বাংলা ভাষাকে প্রয়োগ করার কৌশল নিয়ে, তখন এর থেকে ভাল কিছু আর হতে পারে না। বাংলা ভাষায় কোর্স করানো এবং তাকে পরবর্তীতে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যেই এই কোর্স চালুর ভাবনা।’’
প্রকাশনী সংস্থা তৃতীয় পরিসর-এর পক্ষে সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আসলে বাংলায় প্রায়োগিক বাংলা কোর্সটি কম পয়সায় করানোর উদ্দেশ্যই হচ্ছে, সকলেই যাতে এই কোর্সটি করার সুযোগ পান।’’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুন্ধতী দাশ।