• রুটিন চেকআপ, ফের হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস
    প্রতিদিন | ২৮ মে ২০২৫
  • সুদীপ রায় ও অভিরূপ দাস: ফের হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়। রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত খবর, বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। আগামিকাল বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

    সুস্থ হওয়ার প্রায় ১২ দিনের মাথায় মঙ্গলবার বিকেলে রাজ্যপালকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেঁটেই হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুটিন চেক আপের জন্য রাজ্যপাল আনন্দ বোসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    উল্লেখ্য, এপ্রিল মাসের ২১ তারিখ আচমকা অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়ে। সঙ্গে কাঁধের কিছু সমস্যা ছিল তাঁর। চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলে। প্রায় তিনসপ্তাহ তাঁকে হাসপাতালে রাখা হয়। ১৫ মে ২৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হয় রাজ্যপালকে। পুরোপুরি ফিট ছিলেন বলেই ছাড়া হয় তাঁকে। এবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তবে রুটিন চেকআপের জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)