সুপ্রিম আদেশ, পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ২৮ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশ পালনে বাধ্য রাজ্য সরকার। তাই ফের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে বললেন, “এটা সরকারের নির্দেশ নয়। পরীক্ষা দেব না বলে তো কোনও লাভ নেই। আমরা চাই না একজনেরও চাকরি যাক।”
সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশের সঙ্গেই জানিয়েছিল, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। তবে এই বিষয়টাতে প্রথম থেকেই আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের। তাঁরা বারবার জানিয়েছিলেন, পরীক্ষায় বসতে রাজি নন। এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পরীক্ষায় বসতেই হবে। তাঁর কথায়, “চাকরি বাতিলটা সরকারের অর্ডার নয়। আমরা সুপ্রিম কোর্টে কারও চাকরি যাওয়ার কথা বলিনি। কিছু স্বার্থপর মানুষ এই পরিস্থিতি তৈরি করেছে। পরীক্ষা দেব না বলে কোনও লাভ নেই। সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সব অপশন কাজে লাগান। আসল লক্ষ্য আমাদের চাকরি ফিরে পাওয়া।”
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। পাশাপাশি তিনি আবারও জানালেন, কারও চাকরি যাতে না যায়, চাকরিহারারা যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে।