• সন্তানকে আদর করে বেরিয়েছিলেন, আর ফিরলেন না, রাস্তাতেই মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের
    এই সময় | ২৮ মে ২০২৫
  • প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ডিউটিতে বেরিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুকান্ত পাল (৩২)। অভ্যাস মতো বাড়ি থেকে বেরোনোর আগে সন্তানকে আদরও করেছিলেন। কিন্তু সন্তানের সঙ্গে এটাই যে তাঁর শেষ দেখা, তা তখন ঘুণাক্ষরেও টের পাননি তিনি। রাস্তায় বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাটি হুগলির দেবানন্দপুর এলাকার। সুকান্তের অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    খুব ভালো খো খো খেলতেন সুকান্ত। খেলার জোরেই তিনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিলেন। চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে পোস্টিং ছিল তাঁর। মঙ্গলবার সকালে দেবানন্দপুরের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময়ে রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হন সুকান্ত। ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তাঁকে ধরাধরি করে নিয়ে গিয়েছিলেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

    সুকান্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ির সামনে ভিড় জমান শোকার্ত পাড়া-প্রতিবেশী ও তাঁর বন্ধু-বান্ধবরা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পীযুষ ধর বলেন, ‘খুবই মর্মান্তিক দুর্ঘটনা। একটা তরতাজা প্রাণ এ ভাবে চলে গেল। আমরা এখনও ভাবতেই পারছি না। সুকান্তের প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত।’

    দেবানন্দপুরের বাড়িতে সুকান্ত ছাড়া থাকতেন তাঁর স্ত্রী ও ছেলে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনিই। তাঁর অকাল প্রয়াণে আতান্তরে পড়েছেন স্ত্রী। ছোট্ট ছেলেকে নিয়ে কী ভাবে সংসার চলবে সেই চিন্তাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাঁকে।

  • Link to this news (এই সময়)