• জয়পুরের হিজলডিহা আশ্রমে আদিবাসীদের জন্য মিলন মেলা
    বর্তমান | ২৮ মে ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: ফলহারিনী কালীপুজো উপলক্ষে জয়পুরের হিজলডিহা আশ্রমে আদিবাসী মা বোনেদের জন্য মিলন মেলার আয়োজন করে। তাতে জয়পুর ছাড়াও পাত্রসায়র ও বিষ্ণুপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের দুই শতাধিক মহিলা অংশ নেন। তাঁদের অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন। 

    আশ্রমের সম্পাদক বিকাশ পালধি বলেন, সোমবার আমাদের আশ্রমে ফলহারিনী কালীপুজো হয়েছে। ওই উপলক্ষে মঙ্গলবার একটি মিলন মেলার আয়োজন করা হয়। তাতে আদিবাসী মা বোনেদের রজনীগন্ধার মালা ও চন্দনের ফোঁটা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও উপহার হিসাবে তাঁদের শাড়ি, সাবান ও নারকেল তেল দেওয়া হয়। তাঁদের জন্য এদিন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এছাড়াও এদিন একটি বিশেষ সভা করা হয়। সেখানে বক্তব্য রাখেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট হোমের মহারাজ স্বামী একব্রতানন্দজি। তিনি আদিবাদীদের প্রতি বিশেষ মমত্ববোধের কথা তুলে ধরেন। সভায় মহিলাদের মধ্যে ইপিন মূর্মূ মা সারদার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।  

    হিজলডিহা রামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ সেবা সমিতিতে সারা বছরই ধর্মীয় এবং নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। রক্তদান, বস্ত্রদান থেকে আরম্ভ করে দুঃস্থ ছাত্রছাত্রীদের বই প্রদান, স্কলারশিপের ব্যবস্থা ছাড়াও নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। সেরকমই এদিন আদিবাসী মা ও বোনেদের বিশেষ সম্মান প্রদানের জন্য মিলন মেলার আয়োজন করা হয়।
  • Link to this news (বর্তমান)