• ঝাড়গ্রামে তৃণমূলে যোগ পেটবিন্দি গ্ৰাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর
    বর্তমান | ২৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে ছাব্বিশর ভোট নিয়ে তৃণমূলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলা সভাপতি দুলাল মুর্মুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন। মঙ্গলবার  ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু ও চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডুকে গোপীবল্লভপুর-২ ব্লক তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চের অনুষ্ঠানেই পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য রঞ্জিত কামিল্যা তৃণমূলে যোগদান করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহাপাল সংসদের নির্দল পঞ্চায়েত সদস্য রঞ্জিত কামিল্যা তার অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন। পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০টি। বিগত  পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১৩টি, নির্দল ৬টি এবং বিজেপি ১টি আসন পেয়েছিল। দুলাল মুর্মু বলেন, দলের উপর মহলের নির্দেশে মেনেই ওই নির্দল প্রার্থীকে দলে নেওয়া হয়েছে।

    গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি  নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। নির্দল প্রার্থী রঞ্জিত কামিল্যার নেতৃত্বে মঙ্গলবার তৃণমূলে যোগদান করলেন প্রায় ৭০টি পরিবার। এদিন বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্রর উপস্থিতিতে হয় এই যোগাযোগ। নির্দল রঞ্জিত কামিল্যা ও রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু।

    উল্লেখ্য, মঙ্গলবার তপসিয়া কন্যাশ্রী মঞ্চে ছিল তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু এবং চেয়ারম্যান বীরবাহা সরেন টুটুর সংবর্ধনা সভা। সেই সভায় পেটবিন্ধি অঞ্চল তৃণমূলের সভাপতি শঙ্করপ্রসাদ দের প্রচেষ্টায় নির্দল প্রার্থী রঞ্জিত কামিল্যা ও প্রায় সত্তরটি পরিবার তৃণমূলে যোগদান করেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)