পাক গোয়েন্দা সংস্থা ISI-কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হওয়ার পরে পূর্ব রেলওয়ে তাদের স্টেশনগুলিতে ছবি তোলা ও ভিডিয়োগ্রাফি নিষিদ্ধ করল। ব্লগার ও ইউটিউবারদের সতর্ক করে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ছবি তোলা ও ভিডিয়োগ্রাফি নিষিদ্ধ করা হচ্ছে। এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে রেলে পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন স্টেশন ও প্ল্যাটফর্মে ছবি তোলা ও ভিডিয়োগ্রাফির উপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে। এ বার থেকে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। দেশের নিরাপত্তার স্বার্থে রেল আপোস করবে না।
ইউটিউবার জ্যোতি মালহোত্রা একাধিক রেল স্টেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যার মধ্যে শিয়ালদহ স্টেশন ও দক্ষিণেশ্বর মন্দিরও ছিল।
রেল সূত্রের খবর, বিভিন্ন ট্রাভেল ব্লগে গুরুত্বপূর্ণ স্টেশনগুলির ভিডিয়ো ফুটেজ দেওয়া হয়। কেবল প্ল্যাটফর্মই নয়, রেলের সিগন্যালিং সিস্টেম, রেল সেতু, রেল ট্র্যাকের বিন্যাসও ছবিতে ধরা পড়ে।
রেল যোগাযোগ ব্যবস্থা যে হেতু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় সেই কারণে ওই সব ভিডিয়ো ফুটেজ বা ছবিকে হাতিয়ার করে নাশকতামূলক কাজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোনও ইউটিউবার বা ব্লগার নিজের অজান্তেই দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার খুঁটিনাটি শত্রুপক্ষের হাতে যাতে তুলে দিতে না পারেন, সেই জন্যই ছবি তলা ও ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা জারি জরুরি বলে মনে করছেন রেলের কর্তারা।
রেলের এক কর্তা জানান, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রেলের কোনও সরকারি অনুষ্ঠান কভার করতে প্ল্যাটফর্ম বা স্টেশনের ছবি তুলতে পারেন। কিন্তু কোনও কন্টেন্ট নির্মাতা বা সাধারণ নাগরিক তা করতে পারবেন না।