• Breaking News Live: বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
    এই সময় | ২৮ মে ২০২৫
  • কুলতলী বিধানসভার মইপিট বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শনিবারের বাজার এলাকায় সরকারি খালের ওপর একের পর এক বেআইনি কংক্রিট নির্মাণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, নেই কোনো সরকারি অনুমোদন, অথচ খালের উপর গজিয়ে উঠছে একাধিক পাকা কাঠামো। নির্বিকার পুলিশ ও প্রশাসন অভিযোগ স্থানীয়দের।

    বাংলাদেশে গাঁজা পাচার ছক বানচাল। মাছের ব্যবসার আড়ালে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। উদ্ধার চার কুইন্টাল কুড়ি কেজি গাঁজা।

    জোড়া খুন মেমারিতে।গলার নলি কেটে নৃশংসভাবে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ।

    ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারে বিজেপির সভা। সেখানেই সামিল হবেন প্রধানমন্ত্রী।

    স্পেসএক্স স্টারশিপ প্রোগ্রাম ফের ব্যর্থ। নবমবার টেস্টিংয়েও অসফল। উৎক্ষেপণের আধঘণ্টার মধ্যেই রকেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাস্কের সংস্থা। ভারত মহাসাগরের উপরেই ক্র্যাশ করল রকেট।

    উত্তরবঙ্গের দোরগোড়ায় বর্ষা। ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ। বাংলায় প্রাক-বর্ষার বৃষ্টি শুরু।

  • Link to this news (এই সময়)