• উলুবেড়িয়ায় বিডিও অফিসের ক্যান্টিনে অগ্নিকাণ্ড, আহত ১
    এই সময় | ২৮ মে ২০২৫
  • উলুবেড়িয়া-১ বিডিও অফিসের স্বনির্ভর গোষ্ঠীর ক্যান্টিনে আগুন। আহত হয়েছেন ওই ক্যান্টিনের এক কর্মী। তিনি আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ পৌঁছয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    দমকল ও স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিডিও অফিসের ভিতরে থাকা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ক্যান্টিনের আগুন লাগে। ক্যান্টিনের গ্যাস ওভেন থেকে আগুন লাগে অনুমান। রান্নাঘরে আগুন লাগার পরে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত মহিলা ওই ক্যান্টিনে রান্নার কাজ করেন। তিনি বর্তমানে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এর পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচএম রিয়াজুল হক।

    জানা গিয়েছে, বিডিও অফিসের কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। এর পর দ্রুত ক্যান্টিন থেকে জিনিসপত্র বাইরে বের করা হয়। প্রথমে বিডিও অফিসের কর্মীরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তার পর দমকলের একটি একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

    স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা মানোয়ারা মল্লিক বলেন, ‘সকালে যখন রান্না হচ্ছিল তখন হঠাৎ সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় রান্নাঘরে। মঙ্গলবারই নতুন সিলিন্ডার নেওয়া হয়েছে। তবে অফিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি।’

  • Link to this news (এই সময়)