• মুর্শিদাবাদে কলাবাগান থেকে উদ্ধার নাবালকের গলা কাটা দেহ, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা
    প্রতিদিন | ২৯ মে ২০২৫
  • অতুল চন্দ্র নাগ, ডোমকল: এক নাবালকেল দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানিনগরের মুন্সিপাড়া এলাকায়। মৃতের নাম রবিউল শাহ ওরফে রানা (১৬)। সে দশম শ্রেণির ছাত্র ছিল। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে রবিউল গবাদি পশুদের জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। এরপরই পরিবারের সন্দেহ হয়। বিভিন্ন জায়গায় খোঁজার পরও তার কোন হদিশ পাওয়া যাচ্ছিল না বলে খবর। অবশেষে দুপুর তিনটে নাগাদ মুন্সিপাড়ার মাঠের একটি কলাবাগান থেকে তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। তার দেহে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিন্তু কী কারণে রবিউলকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।    

    মৃতার মা সালেহা বিবি বলেন, “মাঝে মাঝেই বাড়ির গবাদিপশুর জন্য মাঠে ঘাস কাটতে যেত আমার ছেলে। আজকেও সকাল ন’টা নাগাদ গিয়েছিল। কিন্ত অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়ি ফেরনি। তারপরই আমরা খবর পাই তার দেহ উদ্ধার হয়েছে।”

    ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন “রবিউলকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। আমরা গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছি।”
  • Link to this news (প্রতিদিন)