সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলছে প্রাক্ বর্ষার বৃষ্টি। তার সঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আবার ডেঙ্গুর দাপট। সবমিলিয়ে যেন অতিষ্ট বঙ্গবাসী। যদিও প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই।
গত ১৪ মে পর্যন্ত স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মোট ১৬টি জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রথম স্থানে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৪। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু আক্রান্ত ১৪০ জন। তৃতীয় স্থানে হুগলি। সেখানে আক্রান্ত ১২০ জন। মুর্শিদাবাদে আক্রান্ত ১১৩ জন। আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে কলকাতা। সেখানে আক্রান্ত ৮২ জন। মালদহে আক্রান্ত ৭৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জন। বাঁকুড়া মশাবাহিত রোগে ভুগছেন ৬৯ জন। নবম স্থানে নদিয়া। সেখানে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত। পূর্ব বর্ধমানে ডেঙ্গু আক্রান্ত ৪৪ জন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতি বছরই বর্ষার সময় থেকে ডেঙ্গু ছড়ায় বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ুতে। ডেঙ্গুর উপসর্গ বলতে কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমি। গত মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যায় শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা মারাত্মক আকার নিচ্ছে। করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট। কোভিড মারাত্মকভাবে ক্ষতি করেছিল আক্রান্তদের ফুসফুসে। এবার অবশ্য এখনও তেমন ভয়াবহ রূপ নেয়নি ডেঙ্গু। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণে নেই দাবি প্রশাসনের।