সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা ডায়মন্ড হারবার থানা লাগোয়া এলাকায় বিস্ফোরণ। বুধবার সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ এই অঘটন ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে চতুর্দিক। যদিও তাতে হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক, কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি ডায়মন্ড হারবার থানার পিছনের একটি পুকুরের পাশে রাখা হয়েছিল। এদিন সন্ধেয় তাতেই বিস্ফোরণ হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একে তো বৃষ্টি, তার উপর আশেপাশে কেউ না থাকায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস বলেন, “বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত বিস্ফোরক ওই জায়গায় রাখা হয়েছিল। বম্ব স্কোয়া় আসার কথা ছিল। কিন্তু তার আগেই বিস্ফোরণ। বাজ পড়ে জ্বলেনি। কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে হবে।” ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার মিতুন দে বলে, “বিস্ফোরণ হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।” এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এদিন বিরোধী দলনেতা এই ঘটনার জোরাল সমালোচনা করেন। তিনি x হ্যান্ডলে লেখেন, “যেমন এলাকা, তেমন থানা, অনুরূপ ঘটনা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য এগুলি মজুত করা হচ্ছিল কিনা, তা তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।”