পূর্ব মেদিনীপুরের কাঁথির ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। সূত্রের খবর, লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। আহতদের কাঁথি ও তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সকাল সাড়ে আটটা নাগাদ কালীঘাটে গিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সেখানে গিয়েছেন শিল্পী চক্রবর্তী, রুপা কর্মকার, সঙ্গীতা সাহা, সম্প্রীতি রায়, নুর আমিনা গুলসান ও সাহানি নাজনিনরা।
জম্মু-কাশ্মীরের সোপিয়ানে দু’জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্র ও গ্রেনেড।
ট্যাংরা এবং কসবা কাণ্ডের ছায়া এ বার হুগলির চন্দননগরে। একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যুতে শোরগোল। মৃতদের নাম বাবলু ঘোষ(৬২), প্রতিমা ঘোষ(৪৬) এবং পৌষালি ঘোষ(১৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কলুপুকুর গরেরধার এলাকায় নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হয় এই তিন জনের দেহ। প্রতিবেশীরা খবর দেয় চন্দননগর থানায়। পুলিশ রাত দুটোর পরে মৃতদের দেহ উদ্ধার করে এবং চন্দননগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের একাধিক নদী বাঁধ বিপজ্জনকভাবে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র ও নদী এখন উত্তাল। এর ফলেই গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় নদী বাঁধের একাংশ ভেঙে প্রায় ১০০ মিটার জুড়ে ধস নেমেছে। ধসের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০টায় বাগডোগরা বিমানঘাঁটিতে নেমে সেখান থেকে মোদী রওনা দেবেন সিকিমে। সিকিমে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তারপর সেখান থেকে যাবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। সেখানে গিয়ে মোদী প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন। সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন।
আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। যো দল আজকের ম্যাচ জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আর যারা হারবে তাদের ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ থাকবে। আজকের খেলা হবে পঞ্জাবের মুল্লানপুরে। তবে কোন দল প্রথম ফাইনালে যেতে পারে এখন সেটাই দেখার।
বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াল নিম্নচাপ। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওডিশা উপকূল বরাবর সমুদ্র পৃষ্ঠে সমান্তরাল ভাবে দিঘা উপকূলের দিকে শক্তি সঞ্চয় করতে করতে এগোচ্ছে। যার জেরে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়।