• কোচবিহার কলেজে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০টি কম্পিউটার
    এই সময় | ২৯ মে ২০২৫
  • কোচবিহার কলেজে ভয়াবহ আগুন। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ কলেজের ভূগোলের ল্যাবরেটরিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ল্যাবের থাকা ৪০টি কম্পিউটার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কী ভাবে আগুন লাগাল তা এখনও জানা যায়নি।

    সূত্রের খবর, এ দিন রাত নটা নাগাদ কোচবিহারে প্রবল ঝড়বৃষ্টি হয়। সেই সময়ে কলেজের দোতলার ভূগোলের ল্যাবে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এলাকার প্রচুর মানুষ কলেজের সামনে ভিড় জমান। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর স্থানীয়রাই দমকলে খবর দেন।

    কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, ভূগোলের ল্যাবটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সমস্ত কম্পিউটার অন ছিল। ঝড়বৃষ্টির সময় বাজ পড়ে তা থেকে আগুন লাগতে পারে বলে অনুমান কলেজ কর্তৃপক্ষের।

    কলেজের গভর্নিং বোর্ডের সদস্য রতন চন্দ্র দাস বলেন, ‘কী কারণে আগুন লাগল তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে ল্যাবের ভিতরে অনেক কম্পিউটার ক্ষতিগ্রস্থ হয়েছে।’ কোচবিহার কলেজের প্রিন্সিপাল পঙ্কজকুমার দেবনাথ এখন কলকাতায় রয়েছেন। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টা নিয়ে বৃহস্পতিবার কলেজের গভর্নিং বোর্ড বৈঠকে বসবে।

  • Link to this news (এই সময়)