সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলা ও সিকিমের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সেই সফরসূচিতে কাটছাঁট করতে হয়েছে। কী কী বদল এসেছে প্রধানমন্ত্রী ঝটিকা সফরে?
বাগডোগরা বিমানবন্দরে নেমে সিকিমের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মোদির। সিকিমের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়ার ৫০ বছরের পূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় মোদির সিকিম যাওয়া হচ্ছে না।সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দর থেকে ভারচুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কথা ছিল, সকাল ৮টা ৫ মিনিটে দিল্লি এয়ারপোর্ট থেকে বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মোদি। ১০টায় বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছবেন। সেখান থেকে এম আই-১৭ হেলিকপ্টারে ১০ টা ৫ মিনিটে সিকিমের গ্যাংটকের উদ্দেশে উড়ে যাবেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা হল না। তবে আলিপুরদুয়ারের কর্মসূচিতে কোনও বদল হচ্ছে না।