দিঘার কাছে ভয়াবহ দুর্ঘটনা! ফেরা হল না বাড়ি, অটোর সঙ্গে লরির সংঘর্ষে পথেই মৃত্যু ৫ জনের
প্রতিদিন | ২৯ মে ২০২৫
রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। অটোর সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত ৪ জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। প্রত্যেকেই কাঁথির চালতি অঞ্চলের বাসিন্দা। শোকের ছায়া গোটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে ১১৬ বি জাতীয় সড়কের উপর ইড়িঞ্চি ব্রিজের কাছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি পড়ছিল। সেই সময় দিল্লি থেকে দুই বোন তাঁদের পরিবার নিয়ে মেচেদা স্টেশনে নামেন। তাঁদের বাপের বাড়ি কাঁথি দেশপ্রাণ ব্লকের চালতি এলাকায়। সেখানে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করা হয়। দুই বোনের পরিবারের ৮ জন এবং চালক মিলিয়ে মোট ৯ জন ছিলেন।
কিন্তু ইড়িঞ্চি ব্রিজের কাছে আসতেই দুর্ঘটনা ঘটে। একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারে নন্দকুমারগামী অটোটিকে। সংঘর্ষের জেরে দুমড়েমুচড়ে গিয়ে রাস্তাতেই উলটে যায় অটোটি। কিন্তু পালিয়ে যায় ঘাতক লরির চালক ও খালাসি। ঘটনাস্থলে ৯ জনই গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। হেঁড়িয়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা ৩ মহিলা ও ২ পুরুষকে মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্ত হয় দেহগুলোর। বাকি ৪ জনের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে এক মহিলা, এক পুরুষ এবং দুই শিশু রয়েছে। একই এলাকায় ৫ জনের মৃত্যুতে শোকের ছায়া বাসিন্দাদের মধ্যে।
খেজুরি থানার ওসি পলয় চন্দ জানিয়েছেন, গতকাল রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সকলেই দিল্লিতে কর্মরত ছিলেন। গতকালই তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়ি চালক ও খালাসির তল্লাশি শুরু করা হয়েছে।