‘হারবে মুকুট’, ১ কোটি টাকা বাজি ধরলেন শুভেন্দু, পাল্টা জবাব মুকুটের
দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৫
‘২০২৬-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী ৫০ হাজার ভোটে হারবেন।’ নদিয়ার রানাঘাটে তিরঙ্গা যাত্রায় এসে ১ কোটি টাকা বাজি ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিলেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী।
মঙ্গলবার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা এলাকায় পূর্ব নওপাড়া থেকে পানিখালী বাজার পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা। যাত্রা শেষে শুভেন্দু অধিকারী মুকুটমণি অধিকারীকে আক্রমণ করে বলেন, ‘মাননীয় সুবিধাবাদী মুকুটমণি। সাংসদ হবেন বলে দলবদল করে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁকে এখানকার মানুষ বিপুল ভোটে হারিয়েছিলেন। তিনি ফের বিধানসভা উপনির্বাচনে দাঁড়ান। মারধর করে বিধানসভা উপনির্বাচনে ভোটে জিতে যান।’ শুভেন্দু আরও বলেন, ‘৮ মাস পর বিধানসভা নির্বাচন। ৫০ হাজার ভোটে হারবেন মুকুটমণি। ১ কোটি টাকা বাজি ধরলাম।’
এই বক্তব্য মুকুটের কানে পৌঁছতেই পাল্টা জবাব দেন তৃণমূল বিধায়ক। মুকুটমণি অধিকারী বলেন, ‘তৃণমূলকে কলুষিত করার জন্য একজন ব্যক্তি এইসব কুৎসা রটাচ্ছেন। আর একজন ব্যক্তির কাছে কত পরিমাণ কালো টাকা থাকলে মাত্র একটি বিধানসভার জন্য তিনি ১ কোটি টাকা বাজি ধরতে পারেন। শুভেন্দু অধিকারী একজন ক্রিমিনাল, খুনি, মাফিয়া, যিনি হাজারো বিজেপি কর্মীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন। হিন্দুদের প্রতি অত্যাচার চালিয়েছেন। তৃণমূলকে বদনাম করতে শুভেন্দু অধিকারী এইসব ভুলভাল কথা বলছেন।’
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন চিকিৎসক মুকুটমণি অধিকারী। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূল টিকিটও দিয়ে দেয় মুকুটমণিকে। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়েন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় জয়ের মার্জিন কিছুটা কমলেও রানাঘাট কেন্দ্রে সহজেই জিতে যান বিজেপির জগন্নাথ সরকার।
মুকুটমণি অধিকারীকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারান জগন্নাথ। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১২৩৫৬৮। তৃণমূলের ঝুলিতে যায় – ৮৬৬৩২ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ২১২১৯ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ছিল ৩৬ হাজারেরও বেশি। কিন্তু সেই লিড ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনে তছনছ হয়ে যায়। মুকুট-ঝড়ে উড়ে যান বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। ৩৯ হাজারের বেশি ভোটে জয়ী হন মুকুটমণি অধিকারী।