অগ্নিকাণ্ড রুখতে নয়া পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকে চার মন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৫
সম্প্রতি শহরের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি পদক্ষেপ হিসেবে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিলেন। রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ও শীর্ষ আমলাদের নিয়ে গঠিত এই কমিটির প্রথম বৈঠক বুধবার অনুষ্ঠিত হল কলকাতা পুরসভার সদর দপ্তরে।
বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তরের মন্ত্রী জাভেদ খান, দমকলমন্ত্রী সুজিত বসু এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও বৈঠকে অংশ নেন ডিরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশের নগরপাল, এডিজি (আইনশৃঙ্খলা) এবং কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন।
বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, এটি ছিল কমিটির প্রথম বৈঠক। বিভিন্ন দপ্তরের মতামত নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে। কমিটির হাতে ৩০ দিনের সময় আছে, তার মধ্যেই সমস্ত দপ্তরের পরামর্শ ও রিপোর্ট একত্রিত করে ক্যাবিনেটের কাছে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনা আটকাতে ছাদ বিক্রির মতো ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ন্ত্রণে আনা হবে। জেলা থেকেও যেসব পরামর্শ আসবে, সেগুলো সংযুক্ত করে নীতিমালা তৈরি করে তা অনুমোদনের জন্য ক্যাবিনেটে পাঠানো হবে।
বৈঠকে থার্ড পার্টি অডিট, অগ্নিনির্বাপক ব্যবস্থার আরও জোরদার করা, বিপদ ঘটলে দ্রুত মোকাবিলার রূপরেখা, এবং পঞ্চায়েত এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিকল্পিত নগরোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। পঞ্চায়েত এলাকা গুলিকে ‘এলইউডিসিপি’-এর অন্তর্ভুক্ত করার জন্য ডেভেলপমেন্ট অথরিটিকে কী কী কাজ দেওয়া যাবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মেয়র।