ধীমান রায়, কাটোয়া: এবার ‘মৎস্যকন্যা শিশু’ বা ‘মারমেড বেবি’র জন্ম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। কোমরের নিচে থেকে দুই পা একসঙ্গে জুড়ে রয়েছে। আকৃতি অনেকটা মাছের লেজের মতন। জন্মের চারঘণ্টার মধ্যে মৃত্যু হয় তার।
জানা গিয়েছে, কাটোয়া থানার করজগ্রামের বাসিন্দা এক মহিলাকে প্রসববেদনার কারণে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজন কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রাত একটা নাগাদ মহিলার অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হয়। কন্যাসন্তান প্রসব করেন ওই বধূ। প্রায় আড়াই কেজি ওজনের ওই নবজাতককে দেখার পরেই চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা তাজ্জব হয়ে যান।