সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ-মালদহের ঘটনা ঘটিয়েছে বিজেপি। চাইলে সেই প্রমাণও দিতে রাজি। আলিপুরদুয়ারে দাঁড়িয়ে দুই জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবান্নে কড়া ভাষায় সেই আক্রমণের পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলার সরকার মানবিক। বিজেপি বিভাজন করছে’, বলে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ারে জনসভায় গিয়ে মালদহ-মুর্শিদাবাদের অশান্তিতে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন, “মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে সেটা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। মা-বোনের পুঁজি নষ্ট হয়েছে। তোষণের নামে গুন্ডাদের পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।” প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সময় পুলিশ দাঁড়িয়ে দেখেছে। কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি তাঁর। সেই অভিযোগ আনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, “মুর্শিদাবাদ-মালদহের ঘটনা বিজেপি ঘটিয়েছে। দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি। তার তথ্যপ্রমাণ রয়েছে আমাদের কাছে। চাইলে দিয়ে দেব।” বাংলার সরকার মানবিক সংসার। বিজেপি বিভাজন করছে।” তিনি আরও বলেন, “বাংলার সামাজিক অবস্থা সবথেকে ভালো যা বিশ্বের অন্য কোথাও নেই। সেই জন্য গর্বিত।”
উল্লেখ্য, কয়েকমাস আগে ওয়াকফ আইনের বিরোধিতা করে আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু অংশ। সেই আঁচ খানিকটা পড়ে পাশের রাজ্য মালদহেও। পুলিশ ও বিএএসএফ পরিস্থিতি সামাল দেয়। হাই কোর্টের নির্দেশে আধাসেনাও নামে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য দেওয়া থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় সরকারি বা জনসভার মঞ্চ থেকে তিনি একাধিকবার জানিয়েছেন, তিনি হিংসার বিরুদ্ধে। দাঙ্গাতে সবার ক্ষতি হয়। হিংসা ছড়ালে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন একাধিকবার।