সাংগঠনিক রদবদলের মধ্যে বক্সিকে নবান্নে ডেকে বৈঠক মমতার
প্রতিদিন | ২৯ মে ২০২৫
স্টাফ রিপোর্টার: তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে পরিবর্তন প্রক্রিয়ার মধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে একদফা আলোচনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।সাধারণভাবে সুব্রতবাবুর সঙ্গে মমতার বৈঠক হয় কালীঘাটের অফিসেই। কিন্তু বুধবার বক্সিবাবুকে নবান্নে ডেকে পাঠান দলনেত্রী।
তাঁদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ কোনও মন্তব্য না করলেও রাজনৈতিক মহল জানাচ্ছে, সাংগঠনিক ক্ষেত্রে জেলাস্তরে পরিবর্তনের প্রক্রিয়ার পর ব্লকস্তরে দায়-দায়িত্ব অদলবদল নিয়ে দু’জনের কথা হয়েছে। এক্ষেত্রে বিধায়কদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে নাম চূড়ান্ত হবে দলের অভ্যন্তরীণ রিপোর্ট পর্যালোচনা করার পরই। এছাড়াও পুরসভার ক্ষেত্রে ব্যর্থদের বদলের যে প্রক্রিয়া আটকে রয়েছে সে বিষয়েও দু’জনের কথা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, ইতিপূর্বে আই-প্যাকের প্রতীক জৈন তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সার্ভে অনুযায়ী রিপোর্ট জমা রয়েছে। দলের মধ্যে সুব্রত বক্সির উপর মমতার (Mamata Banerjee) বিশ্বাস ও নির্ভরতা অনেকটাই। তিনি একমাত্র শীর্ষনেতা যিনি আজ অবধি দলের লাইনের বাইরে কখনও কোনও পদক্ষেপ নেননি।
বস্তুত, আট মাস-ন’মাস বাদেই বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। যেসব ক্ষেত্রে সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি আছে, তা সম্পূর্ণভাবে মেরামত করে ভোটে যেতে চাইছেন মমতা। ২১ জুলাইয়ের আগে মুখবদল প্রক্রিয়া সম্পন্ন হবে। একুশের মঞ্চ থেকে একধঝাঁক কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে কার্যত শুরু বিধানসভা নির্বাচনের প্রচার।