• স্ত্রী বাবার কাছে যেতেই ফের বিয়ে, প্রতিবাদ করায় মাকে মারধর ছেলের
    বর্তমান | ৩০ মে ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: দু’সপ্তাহ ধরে স্ত্রী দিল্লিতে বাবা-মায়ের কাছে রয়েছেন। এই সুযোগে দ্বিতীয়বার বিয়ে করে আরেক মহিলাকে ঘরে এনেছেন যুবক। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দিব্যি সংসারও শুরু করেছেন তিনি। বাড়ির একটু দূরে আলাদা বাড়ি করে থাকেন যুবকের মা। তিনি ছেলের বাড়ি এসে নতুন বউমাকে দেখে অবাক। ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে আপত্তি এবং প্রতিবাদ করায় মার খেতে হয়েছে তাঁকে। এমনকী, মাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করেন অভিযুক্ত। ঘটনায় বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন অসুস্থ মা। অভিযুক্তের নাম মানিক দাস। 

    শাশুড়ির মুখে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে দিল্লি থেকে রওনা দিয়েছেন প্রথম স্ত্রী। ঘটনাটি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন।

    বছর পনেরো আগে প্রথম বিয়ে মানিকের। তাঁর দুই ছেলেমেয়েও রয়েছে। তাঁর প্রথম স্ত্রীর বাবা-মা এখন দিল্লিতে কাজ করেন। ১১ বছর পর দুই সন্তানকে নিয়ে দিল্লিতে বাপের কাছে গিয়েছেন প্রথম স্ত্রী। এই সুযোগে আরেকটি বিয়ে করে ফেলেছেন মানিক। বুধবার নিজের বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসেন তিনি। দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় তিনি মা সুখবালা দাসকে মারধর করেন। সুখবালার কথায়, বউমা দীর্ঘদিন বাপের কাছে যায় না। আমার অনুমতি নিয়ে সে দিল্লি গিয়েছিল। এরই মধ্যে হঠাৎ জানতে পারি, ছেলে আরেকটা বিয়ে করে বউ এনেছে। প্রতিবাদ করলে ছেলে আমার গলা টিপে ধরে। মাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।  ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ উঠেছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)