• আগ্নেয়াস্ত্র, গুলি সহ রায়গঞ্জে ধৃত ১
    বর্তমান | ৩০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গোপন অভিযানে রায়গঞ্জ শহরে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে এক রাউন্ড কার্তুজ। বুধবার মধ্যরাতে রায়গঞ্জ থানার পুলিস রাজকুমার পাসোয়ান নামে এক যুবককে সন্দেহজনক গতিবিধির জন্য পাকড়াও করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পুলিসের অনুমান, শহরে কাউকে ওই আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃতের। 

    রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের বক্তব্য,আমরা একজনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করেছি। অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে ধৃতের বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে হাজির করা হয় জেলা আদালতে। পুলিসের আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে তিনদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।  তদন্ত চলছে। 

    এর আগেও দফায় দফায় রায়গঞ্জ থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। সপ্তাহখানেক আগেই পুলিসের বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শিলিগুড়ি মোড় এলাকা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হয়েছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। 

    বুধবার রাতের আগ্নেয়াস্ত্র সহ একজনের গ্রেপ্তারি প্রসঙ্গে রায়গঞ্জ থানা সূত্রে খবর, রোজের মতো বুধবার রাতেও শহর জুড়ে পেট্রোলিং চলছিল। এমন সময় গোপন সূত্রে জানা যায় এক যুবক শহরের মিলন পাড়া স্পোর্টস ক্লাবের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। পুলিস তৎক্ষণাৎ সেখানে অভিযানে যায়। রাজকুমার পাসোয়ান নামে ওই যুবককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই এক রাউন্ড কার্তুজসহ  দেশি ওয়ান শাটারটি উদ্ধার হয়। অভিযুক্ত রাজকুমার শহরের শক্তিনগর এলাকার বাসিন্দা। পুলিসের খাতায় আগেও অভিযুক্তের নাম উঠেছে। একটি ডাকাতির চেষ্টার ঘটনায় এর আগে রাজকুমার ধরা পড়েছিল। তারজন্য তাকে হাজতবাসও করতে হয়।এবার আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)