• ‘পুঁতে দিয়েছি’, মদ্যপ যুবকের স্বীকারোক্তির পর টানা তল্লাশি, ৪৮ ঘণ্টা পর উদ্ধার নাবালিকার দেহ
    প্রতিদিন | ৩০ মে ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ঘড়ির কাটায় পার প্রায় ৪৮ ঘণ্টা! অবশেষে মিলল হুগলির কানাইপুরের নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ন’পাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে নাবালিকার নিথর দেহ। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছে জনতা। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, খুন ও ধর্ষণে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ডানকুনির খরিয়াল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া থানায়।

    মঙ্গলবার বিকাল চারটে থেকে নিখোঁজ হয়ে যায় কানাইপুরের বছর তেরোর বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরী। পড়শি যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বলেন, “কিশোরীকে মেরে পুঁতে দিয়েছি”। তারপর থেকে ওই যুবকও বেপাত্তা ছিল অভিযুক্ত। অবশেষে দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে দূরে ন’পাড়ার রবীন্দ্রপল্লি এলাকার একটি বাঁশঝোপের পাশ থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। প্রথমে এক ব্যক্তি গরু চড়িয়ে ফিরে আসার পথে কিশোরীর দেহ দেখতে পারেন। তিনি বাকিদের জানালে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ কানাইপুরের নিখোঁজ কিশোরীর ছবির সঙ্গে উদ্ধার হওয়া দেহ মিলিয়ে দেখেন, দু’জনই এক। তারপর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহটি বিবস্ত্র অবস্থায় ছিল।

    স্থানীয় ও পরিবার অভিযোগ তুলেছে তাঁদেরকে দেহ না দেখিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ স্থানীয়দের একাংশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায়। পরে জানা যায়, পরিবারের তিন সদস্যকে দেহ শনাক্তকরণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পঞ্চায়েত উপ-প্রধান ভবেশ ঘোষ বলেন, “দেহ উদ্ধার হয়েছে। পুলিশ দেহ হাসপাতালে পাঠিয়েছে।  সিপিএম থানায় বিক্ষোভ দেখাচ্ছে। ওটা ওদের নাটক। পুলিশ তদন্ত করছে। আমরা পরিবারের পাশে আছি।”

    উল্লেখ্য, হুগলির কানাইপুরের বাসিন্দা বছর তেরোর কিশোরী মঙ্গলবার থেকে নিখোঁজ হয়ে যায়। প্রতিবেশী যুবক অসীম মজুমদার তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ। খবর পাওয়ার পর থেকে এলাকায় স্নিফার ডগ নামায় পুলিশ। একটি পুকুরে ডুবুরি নামিয়ে লাগাতার তল্লাশি চালানো হয়। তবে নাবালিকার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বাড়ি থেকে দূরে ন’পাড়া থেকে উদ্ধার হল দেহ।
  • Link to this news (প্রতিদিন)