জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত জওয়ান (প্যারা কমান্ডো) ঝন্টু আলি শেখের তেহট্টের বাড়িতে আগে ঘুরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ এবং এআইসিসি-র সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ী। সেই সময়ে দেওয়া আশ্বাস মোতাবেক এ বার ঝন্টুর পরিবারের কাছে আর্থিক সহায়তা পাঠালেন ইমরান। এআইসিসি-র সংখ্যালঘু বিভাগের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত.জামাল হোসেন, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতার প্রমুখ বৃহস্পতিবার নদিয়ার তেহট্টে ঝন্টুর বাড়িতে গিয়ে নিহত জওয়ানের মা ও স্ত্রী, দু’জনের হাতে এক লক্ষ করে মোট দু’লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দল হিসেবে কংগ্রেস সব সময়েই দেশের জওয়ানদের পাশে ছিল এবং থাকবে। এই আর্থিক সহায়তা দলের তরফে সেনাদের প্রতি ‘কৃতজ্ঞতা’র প্রকাশ।